জরিপ বিভাগে আপীল মামলার সর্বময় ক্ষমতার অধিকারী জোনাল সেটেলমেন্ট অফিসার । যশোর জোনে যত আপীল কেস দায়ের হয় তার সবই জোনাল সেটেলমেন্ট অফিসার বরাবর দাখিল করা হয় । প্রশাসনিক কার্যাদি সম্পন্ন করে এই বিপুল পরিমান আপীল কেস শুনানী ও নিষ্পত্তি করা জোনাল সেটেলমেন্ট অফিসার একার পক্ষে আদৌ্ স্মভব নয় ।সে কারনে তিনি তার আপীল মামলা শুনানী ও নিষ্পত্তির ক্ষমতা সহকারী সেটেলমেন্ট অফিসারদের উপর ন্যাস্ত করেন । তখন একজন সহকারী সেটেলমেন্ট অফিসার হয়ে যান আপীল কর্মকর্তা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস